ভীষণ উৎসাহ নিয়ে সভাগুলোয় অংশ নিতে থাকলাম। ফটোগ্রাফি, বিজ্ঞাপন, বই—নানা বিষয়ে গুণীরা কথা বলতেন একেকটি আড্ডায়। গান শোনাত দারুণসব ব্যান্ড। কুইজ হতো। দেওয়া হতো পুরস্কার, উপহারও।