আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ হলো যে, তিনি অত্যন্ত ক্ষমাশীল, মহান এবং আমাদের তাওবা কবুল করেন। তিনি আমাদের পাপ ক্ষমা করেন, যদি সত্যিকারভাবে তাওবা করি এবং পুনরায় তা না করার সংকল্প করি, তবে আমাদের সমস্ত ভুল ও অপরাধ তিনি মাফ করে দেন। ক্ষমা প্রার্থনা করাকে তাই আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত নির্ধারণ করেছেন।