
সাম্প্রতিক সময়ে বিজ্ঞান চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর উদ্যোগে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী বাস। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অভিনব উদ্যোগ দেশের বিভিন্ন জেলার স্কুলে স্কুলে ঘুরে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের মৌলিক ধারণা ও আবিষ্কারের প্রতি আগ্রহ সৃষ্টি করছে।
ছবিতে দেখা যাচ্ছে, রঙিন ও আকর্ষণীয়ভাবে সাজানো এই বাসটিতে রয়েছে বিভিন্ন ধরনের বিজ্ঞানের সরঞ্জাম ও প্রদর্শনী উপকরণ। গায়ে আঁকা রয়েছে বিজ্ঞানীদের ছবি, চৌম্বক, অণুবীক্ষণ যন্ত্রসহ নানা গ্রাফিক্স, যা ছোটদের মনোযোগ আকর্ষণ করে। এই বাস স্কুলের আঙিনায় গিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞানের নানা বিষয় দেখায় ও শেখায়।
এই উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে আগ্রহী হয়ে উঠছে। এক শিক্ষার্থী বলেন, “বাসের ভিতরে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা দেখে খুব ভালো লেগেছে, বিজ্ঞান এখন আর কঠিন মনে হচ্ছে না।”
স্কুলের অভিভাবক সদস্য, আতাউর রহমান বলেন ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী থেকে আমাদের মত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা অনেক কিছু দেখতে পারছে, শিখতে পারছে।
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন এই কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলেছেন। আমার মতে, এই বাস শুধুমাত্র প্রদর্শনীর মাধ্যমেই নয়, বরং বিজ্ঞানকে বাস্তব জীবনের সাথে যুক্ত করার অনন্য একটি প্রচেষ্টা।
বিসিএসআইআর-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও এমন বাস বাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
The post বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে স্কুলে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান প্রদর্শনী বাস appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.