ময়মনসিংহের ফুলপুরে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ নালিতাবাড়ীর তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত ২২ এপ্রিল মঙ্গলবার রাতে ফুলপুর গোল চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাণীগাও গ্রামের নাজমুল হক (৩২), চড়পাড়া গ্রামের ইদ্রিস আলী (৪০) ও বিশগিরিপাড়া গ্রামের সুমন মিয়া (২৮)। তারা একটি প্রাইভেটকারে করে মাদক সাপ্লাই দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
ফুলপুর থানা সূত্রে জানা যায়, পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতর থেকে ৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাদি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
The post ফুলপুরে ৪০ পিছ ফেনসিডিলসহ নালিতাবাড়ীর তিন মাদক কারবারি আটক appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.