বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার ইসলামাবাদ ও খেজুমহল গ্রামে অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
রামপাল থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাকৃত আসামিরা হলেন, ইসলামাবাদ গ্রামের মো. নওশের উদ্দিন কুদরতির ছেলে মো. নাজির কুদরতি এবং খেজুমহল গ্রামের সৈয়দ জবেদ আলীর ছেলে সৈয়দ শাহাজান।
গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে আদালতে পরোয়ানা জারি ছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি আতিকুর রহমান।
খুলনা গেজেট/জেএম
The post রামপালে পুলিশের অভিযানে ‘পরোয়ানাভুক্ত’ দুই আসামী গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.