
অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে,বাংলাদেশের কমিনিষ্ট পার্টি (সিপিবি) এই দিবস পালন করে। ১৯৫০ সালে খাপড়া ওয়ার্ডে এই দিনে বন্দীদের ওপর নির্মম গুলিবর্ষন হয়।এতে সাত জন শহীদ ও বত্রিশ জন আহত হয়।
তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই মহান দিবসটি পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডা.এফ.এম.ফজলুর রহমান,কেন্দ্রীয় সম্পাদক মন্ডলির সদস্য রাকিব হাসান মুন্না,রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আফতাম হোসেন,রাজশাহী নগর কমিটির সদস্য রতন কুমার ভট্টাচার্য, আইয়ুব হোসেন খান,মনিরুল ইসলাম প্রমুখ।শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধান্জলি অর্পন ও বিদেহী আত্তার মাগফিরাত কামনা করা হয়।
The post রাজশাহীতে খাপড়া ওয়ার্ড দিবস পালিত। appeared first on সোনালী সংবাদ.