
গ্রামীণফোন লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৩ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান হাকন ব্রুয়াসেট কেজোয়েল; প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক, কোম্পানি সেক্রেটারী এস এম ইমদাদুল হক সহ অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান হাকন ব্রুয়াসেট কেজোয়েল …