ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের দক্ষিণ সাটিহারী ডি.এস দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদ্রাসার এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে টাকার বিনিময়ে কমিটি বাতিল ও সুপারের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এর আগে গত (২৩ এপ্রিল)স্থানীয় মো. সাইদুল ইসলাম এলাকাবাসীর পক্ষে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গঠিত কমিটি বাতিল ও সুপারের নানা দুর্নীতি-অনিয়মের বিষয়ে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকার শতাধিক বাসিন্দা কমিটি বাতিল ও অধ্যক্ষের পদত্যাগে নানা ধরণের স্লোগান দিতে দেখা গেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া(সাজু), মাইজবাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান পলাশ, মাইজবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন,উপজেলা ছাত্রদলের সদস্য ও মাইজবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন হাসান মিঠুন, মৎস্য দলের সাবেক সভাপতি আলম মিয়া, যুবনেতা কামাল হোসেন, মো. রূপক,স্থানীয় দ্বীন ইসলাম মেম্বার, ফারুক মিয়া,সজিব ও মোজাম্মেলসহ এলাকার শতাধিক বাসিন্দা।
উপজেলা বিএনপির সদস্য ও মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া (সাজু) বলেন,’দীর্ঘ ১৭ বছর এ মাদ্রাসার সুপার আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির করে মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ মাদ্রাসার এডহক কমিটি গঠনের ক্ষেত্রেও এলাকাবাসীকে না জানিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য কমিটি গঠন করেছে। তাই এলাকাবাসী কমিটি বাতিল ও সুপারের পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন করেছে। আমি ও আমার সংগঠনও এলাকাবাসীর পক্ষে আছে। আমরা শিক্ষাব্যবস্থার উন্নতি চাই,দুর্নীতি চাই না।
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম বলেন,’ মাদ্রাসার কমিটি বিধি মোতাবেক নিয়ম মেনেই করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন,’ এ বিষয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
The post কমিটি বাতিল ও মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.