পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন পঞ্চায়েতের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া গাজীর দোকান এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম পঞ্চায়েত। সংবাদ সম্মেলনে তিনি বলেন- দাওয়াত না দেওয়ায় সালিশে হামলা শিরোনামে যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনীতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য একটি কুচক্রীমহল এমন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমিও সালিশ বৈঠকে একপক্ষের মানিত সালিশদার। সালিশে মফিজ মাতব্বর অপর পক্ষের মানিত সালিশদার। সালিশে মফিজ মাতব্বর অযুক্তিক ও মনগড়া কথা বলায় তার সাথে কথা কাটাকাটি হয়। যেকারণে ওই দিন সালিশ স্থগিত করে পরবর্তীতে বসা হবে বলে সিদ্ধান্ত হয়। বিষয়টি ওখানেই মিটমাট হয়ে যায়। কিন্তু স্থানীয় নামধারী বিএনপি ও আওয়ামী দোসরদের ইন্দনে আমার বিরুদ্ধে সাংবাদিকের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়। আমি এমন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যুবদল নেতা জসিম আরও বলেন, আমি বিএনপি পরিবারের সন্তান। বিগত ১৬ বছর আওয়ামী সন্ত্রাসীদের হামলা মামলার শিকার হয়েছে। তারপরেও রাজপথে ছিলাম। আগামীতে উপজেলা যুবদলের কমিটিতে আমি পদপ্রত্যাশী। যেকারণে একটি পক্ষ আমাকে রাজনীতিকভাবে ক্ষতিগ্রস্থ করার একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছেন।

The post বাউফলে যুবদল নেতার মানববন্ধন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.