
শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার উপজেলার চকপাড়া সীমান্ত থেকে এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। যদিও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত নেয়া হচ্ছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।
The post শিবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রোল বোমা উদ্ধার appeared first on সোনালী সংবাদ.