শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য সেবনের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। গত বুধবার ও বৃহস্পতিবার শিবগঞ্জ ও কানসাট আমবাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা শিবগঞ্জ ও কানসাট এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি বলেন, কানসাট আমবাজার ও শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় বুধবার ও বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে পাঁচজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় মাদকসেবনের আলামত।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ২ মাস, তিনজনকে ১ মাস ও অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা গড়ে তোলার কোন বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

The post শিবগঞ্জে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড appeared first on সোনালী সংবাদ.