বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বৃহস্পতিবার চলমান ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

এসময় তিনি ২০ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন, ১০তলা বিশিষ্ট ছাত্র হল, ১০ তলা বিশিষ্ট ছাত্রী হল ও ১০ তলাবিশিষ্ট শিক্ষক আবাসিক ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপাচার্য নির্মাণ কাজের যথাযথ গুণগত মান নিশ্চিত করে যথাসময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর  ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী  আবুল কালাম আজাদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর  আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

The post রাবি উপাচার্যের উন্নয়ন কাজ পরিদর্শন appeared first on সোনালী সংবাদ.

Leave a Reply