
ওয়াসার পাইপ দিয়ে হালকা হলুদ, দুর্গন্ধ ও ফেনাযুক্ত পানি আসছে। সঙ্গে নতুন করে গত দুই সপ্তাহ যাবৎ জোঁকের মতো চিকন-লম্বা জীবন্ত পোকাও আসছে। ওয়াসার লালমাটিয়া জোন অফিসে বাসার ট্যাপ, ওয়াটার ট্যাংক এবং মেইন সাপ্লাই পাইপের পানির নমুনা সংগ্রহ করে প্রমাণস্বরূপ জমা দেওয়া হয়েছে। তবু কোনো প্রতিকার হচ্ছে না।
মোহাম্মদপুরের বাসিন্দা আনিছ হক জানিয়েছেন কথাগুলো। রাজধানীতে গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় এমন… বিস্তারিত