সীমাহীন রহস্যে ঘোলা হয়ে আসছে চারপাশ
হঠাৎ রহস্যজাল ছিন্ন করে মনের মধ্যে জমে থাকা
ভাবনাগুলো আর্তচিৎকার করে ওঠে,
আমরা আমরা বলে—
দারুণ সুযোগে বলে উঠে, আমরা এসেছি।
এতকাল ধরে জমে থাকা সব ভাবনার রহস্যজাল
ছিন্ন করে,
অন্তরাল থেকে সবার সম্মুখে।