সবশেষ গত ১২ এপ্রিল আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্য থেকে ১৩৮ পিস কাঠ নিয়ে একটি বোট এসেছিল টেকনাফ বন্দরে। এরপর থেকে টেকনাফ-মংডু সীমান্তে আর কোনও পণ্য আমদানি-রফতানি হয়নি। তারও প্রায় তিন মাস আগে থেকে ইয়াংগুন-টেকনাফ রুটেও বাণিজ্য বন্ধ রেখেছে মিয়ানমারের জান্তা সরকার। ফলে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম প্রায় পুরোপুরিভাবেই বন্ধের পথে। এতে করে বন্দরে ব্যবসায়ীদের গুদামগুলোতে পড়ে আছে প্রায় ৫ কোটি টাকার… বিস্তারিত