‘টান’-এর গল্প ও চলচ্চিত্রায়ণ বুকের ভেতরে টান দেওয়ার পক্ষে যথেষ্ট। মানুষের মন নিয়ে এই টানাটানির সৃজনশীলতা, পরীক্ষা–নিরীক্ষা পরিচালক চালিয়ে যান। চলচ্চিত্রের অন্য সব সৃজনশীল কলাকুশলী হলেন ফারজানা ছবি, শেখ রাজিবুল ইসলাম, জাহিদ নীরব, রিপন নাথ, সিমিত রায় অন্তর, আদনান আল রাজীব এবং আরও অনেকে।