অরিজিৎ সিংয়ের নাম আসলেই বলিউডের প্রতিটি সুপারস্টারের মুখে একটাই শব্দ আসে, আর তা হলো অমায়িক। কেউ কেউ বলেন একদম নির্লোভ মাটির মানুষ। এক সাক্ষাৎকারে বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল বলেছিলেন, অরিজিৎ হওয়া সহজ নয়।
সেই অরিজিৎ যে কেবল গান নিয়েই থাকেন, তা কিন্তু নয়। সমসাময়িক নানা ঘটনায় প্রতিবাদও জানান তিনি, তবে তার প্রতিবাদের ভাষা বরাবরই ভিন্ন। সামাজিক কিংবা রাজনৈতিক যে কোনও ইস্যুতে… বিস্তারিত