
বড় স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এন্দ্রিক। বয়স বিবেচনায় শুরুটা খুব একটা খারাপ করেননি এই ব্রাজিলিয়ান। তবে এতে মন ভরছে না রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। সর্বশেষ গেতাফের বিপক্ষেও গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন এন্দ্রিক। এতেই বেশ চটেছেন রিয়াল কোচ।
গেতাফের বুপক্ষে ম্যাচে দুটি গোলের সুযোগ ছিল এন্দ্রিকের সামনে। ৫৫ মিনিটে দ্বিতীয় সুযোগটি আসে। সামনে শুধু গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। কিন্তু সেই… বিস্তারিত