ফুটবলারদের পুরস্কৃত করার ক্ষেত্রে এক অভিনব রীতি তৈরি করেছে নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে। গত মাসে ম্যাচসেরার পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দিয়েছিল ক্লাবটি। এ মাসের শুরুতে দেওয়া হয়েছে কয়েক কার্টন দুধ। এবার ম্যাচসেরার পুরস্কার হিসেবে একটি আস্ত ভেড়ার বাচ্চা দিয়েছে নরওয়ের এই ক্লাব।
সোমবার (২১ এপ্রিল) নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের হেগসুন্দের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাইন এফকে। দলের হয়ে পেনাল্টি… বিস্তারিত