নগর প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর দুই সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সাংবাদিক ও বিএনপি নেতা।
ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মির্জাগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মো. কামরুজ্জামান মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন।
বিবাদীরা হলেন, দৈনিক সমকাল পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন, চ্যানেল ২৪ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি এম কে রানা ও মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার মাসুম হাওলাদার।
মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, দৈনিক সমকাল পত্রিকার অনলাইনে ১৫ এপ্রিল ও প্রিন্টে ১৬ এপ্রিল ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার’ শিরোনামে এবং ১৬ এপ্রিল চ্যানেল ২৪ এর অনলাইনে ‘মাসে ৫০ হাজার টাকা না দিলে ব্যবসা বন্ধের হুমকি বিএনপি নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। গত ১৫ এপ্রিল মাসুম হাওলাদার ওই সংবাদ তার ফেসবুকে শেয়ার করে। ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রচার করে বাদীর সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি এবং হেয় প্রতিপন্ন করা হয়েছে। সংবাদ প্রচারের মাধ্যমে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাটি করেছেন বাদী।
The post সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের নামে মামলা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.