মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

ফেসবুকে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও হয়রানিমুলক পোস্ট দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা।
ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে মেহেন্দিগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়ার বাসিন্দা সফিজল হাওলাদারের ছেলে হাবিবুর রহমানকে একমাত্র নামধারী ও অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ফেসবুকে হিজলা মেহেন্দিগঞ্জ বিএনপি আইডি খুলে গত ১০ এপ্রিল একটি পোস্ট দেয়। ওই পোস্টে লেখা ছিল ৫ আগস্টের পর দীপেন-পিপলুর পাতারহাট বন্দরের আইএফসি ও জনতা ব্যাংকে একজনের ৫ কোটি ও আরেকজনের ৪ কোটি টাকা জমা আছে। একই আইডি থেকে ১৬ এপ্রিল চাঁদাবাজি চাঁদাবাজি মেহেন্দিগঞ্জ সাব রেজিস্টার অফিসে দলিল করতে গেলে জমির বোহাইমুল্যের শতকরা ২ টাকা দিতে হয় বিএনপি নেতা দীপেন-মুক্তা-পিপলুদের এ টাকার একটি অংশ নাকি ঢাকায়ও যায় পোস্ট দেয়। ১৮ এপ্রিল একই আইডি থেকে প্লেজার ট্রিপে রাজীব আহসান, সালাউদ্দিন পিপলু জোমাদ্দার, তুহিন সিঙ্গাপুর থেকে এখন মালয়েশিয়া অবস্থান করছে।
একই দিন একই আইডি থেকে এ হলো মিজান মাস্টার রাজিব আহসানের বাবা যে কিনা মেহেন্দিগঞ্জের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ছিলেন রাজিবের মামা কুতুবউদ্দিন ইকবাল সোবাহানের পিএস ছিলেন। এ কুতুবউদ্দিন রাজীবের মামা বিএনপির সংগ্রামী মহাসচিব ফখরুল সাহেবকে প্রেসক্লাবের ভেতর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। রাজিব আহসানের রক্তে রক্তে রয়েছে আওয়ামী লীগ লেখা পোস্ট দেয়। সেখানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান ও তার বাবা মিজানুর রহমানের ছবি দিয়েছে। গত ২২ এপ্রিল এসব পোস্ট দেখতে পায় বাদী।
এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মানহানি, বিরক্ত, অপমান অপদস্ত ও হেয় প্রতিপন্ন করে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ তৈরিসহ ব্যাপক উত্তেজনা, অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর আশঙ্কায় এ মামলা করেছেন।
The post বরিশালে বিএনপি নেতাদের নামে মানহানিকর পোস্ট, সাইবার আইনে মামলা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.