দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জালনোটসহ তিনজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার মদনপুর চর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। এরা সবাই মদনপুর চরের বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও নয়টি এক হাজার টাকার জালনোটসহ ওই তিন ডাকাতকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ অস্ত্র-গুলি ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
The post দৌলতখানে অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.