
ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে গত মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে ছিলেন এক কাশ্মিরি তরুণ। তার নাম সৈয়দ আদিল হুসেন শাহ। এক বন্দুকধারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিতে গিয়ে নিহত হন আদিল। ৩০ বছর বয়সী এই তরুণ একজন ঘোড়াচালক। তিনি বৈসারানের তৃণভূমিতে আগত পর্যটকদের তার ঘোড়ায় চড়ানোর কাজ করতেন।
আদিলের বাবা হায়দার শাহ বলেছেন, তার ছেলে পর্যটকদের প্রাণ বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।… বিস্তারিত