ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও আহতের ঘটনায় চারদিন পার হলেও ফুলতলা থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ফুলতলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক সনজিত বসু। এ সময় তিনি জান-মালের নিরাপত্তা ও থানায় মামলা নেয়ার দাবি জানিয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে সনজিত বসু বলেন, ৫ আগস্টের পর ফুলতলার সিকিরহাটে তার রড, সিমেন্ট, কয়লা ও সারসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এলাকার চিহিৃত ১৯/২০ সন্ত্রাসী হামলা চালিয়ে দখল করে নেয়। এ ঘটনায় যৌথবাহিনীর নিকট লিখিত অভিযোগ করলে ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় তাকে বুঝিয়ে দেয় তারা।
এরপর গত ২১ এপ্রিল দুপুরে ওই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দু’টি ট্রাক ও অফিস ভাংচুর করে। এ সময় অফিসে থাকা লোকজনদের মারধর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে চলে যায় বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
সনজিত বসু আরো বলেন, ওই মোটর সাইকেলে নওয়াপাড়া যাওয়ার পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নওয়াপাড়া পূবালী ব্যাংকের তার নিজ একাউন্ট থেকে মুক্তিপন ও চাঁদা হিসেবে আরো ৭ লাখ ৯ হজার টাকা তুলে নেয়। এছাড়া প্রতি মাসে তাদেরকে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে বলে জানিয়েছে তারা।
এ সময় অন্তবর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস’র কাছে ঘটনার সুষ্টু বিচারের দাবি জানান।
The post থানায় মামলা না নেওয়ার অভিযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.