লায়ন সভাপতি,মাসুদ সাধারণ সম্পাদক বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদী কমিটিতে দৈনিক কালেরকন্ঠের বকশীগঞ্জ প্রতিনিধি আবদুল লতিফ লায়নকে সভাপতি ও সমকাল প্রতিনিধি মাসুদ উল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মতিন রহমান (দৈনিক ভোরের দর্পণ),যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ছালাম মাহমুদ ( দৈনিক দেশেরকন্ঠ),সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী ( দৈনিক অনুসন্ধান প্রতিদিন),কোষাধ্যক্ষ উৎপল মোহন্ত ( দৈনিক উর্মিবাংলা প্রতিদিন),মহিলা বিষয়ক সম্পাদক মোনতাহেনা আশা ( আনন্দ টিভি),দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল ( দর্পণ বাংলা), প্রচার সম্পাদক রতন ইনতিসার ( দৈনিক খবরপত্র), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিল আহম্মেদ (দৈনিক সকালের সময়),ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আসাদ ( দৈনিক আজকের বসুন্ধরা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মোরাদ ( দৈনিক সোনালীকন্ঠ)। এছাড়াও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম শাহীন আল আমীন,দৈনিক জনকন্ঠের সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক সরওয়ার জামান রতনকে কার্যকরী সদস্য করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন দৈনিক ভোরের বানী প্রতিনিধি আমিনুল ইসলাম, চ্যানেল এস টিভির সাদ্দাম হোসেন মুন্না, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মো.আলমাছ আলী, দৈনিক আজকের জনবানী আবদুল্লাহ আল মূর্তজা, সমন্বয় বার্তা প্রতিনিধি ইয়ামলিখা, সকাল প্রতিদিন প্রতিনিধি লাভলু সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি আবু হোসেন বিপ্লব, দৈনিক একুশের বাণী সাব্বির হাসান বাধঁন মোল্লা, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি রুবেল মিয়া, আজকের গোয়েন্দা সংবাদ প্রতিনিধি রেজাউল করিম, একুশের বানী মো.আবু তাহের ও আজকের খরব প্রতিনিধি হামিদুল ইসলাম।

The post লায়ন সভাপতি,মাসুদ সাধারণ সম্পাদক বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.

Leave a Comment