ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাঁচ দফা দাবিতে হেফাজতে ইসলামের আহ্বানে ও ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বাদ জুমা ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে ইত্তেফাকুল উলামার উপদেষ্টা বাইতুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ আহম্মেদ আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম নেতা জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতী মাহমুদুল হক আযীযী, বাংলাদেশ ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা ওবায়েদুল হক, হাফেজ সাইদুর রহমান, মডেল মসজিদের খতিব মুফতি আহসানউল্লাহ কাসেমীসহ ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা তাদের পাঁচ দফা বাস্তবানয়ের দাবি জানান। আর যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরও কঠিন কর্মসূচী দিবে বলে হুশিয়ার দেন।

The post পাঁচ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম ও ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.