বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল  শুক্রবার চট্টগ্রামে পৌঁছেছে। দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচ হবে ২৮ এপ্রিল সোমবার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে জিম্বাবুয়ে তিন উইকেটে জিতেছে।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে সাত বছর পর প্রথমবার টেস্ট হারে। ২০১৮ সালে সিলেটেই বাংলাদেশকে হারিয়েছিল আফ্রিকানরা।

দীর্ঘ চার বছর ৫১ দিন আর ১০ ম্যাচ অপেক্ষার পর বহুল আকাঙ্ক্ষিত টেস্ট জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। চার দিনেই স্বাগতিকদেরকে হারিয়েছে জিম্বাবুয়ে।

মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণেই জিম্ববাুয়ের কাছে অপ্রত্যাশিত হার দেখলো বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট তারা। জবাবে জিম্বাবুয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নেয়। বাংলাদেশ তিনশ রানের লক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। ব্লেসিং মুজারাবানির ৬ উইকেটে ২৫৫ রানে অলআউট হয়ে মাত্র ১৭৪ রানের লক্ষ্য দেয় তারা। যদিও মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ম্যাচ জমিয়ে দেন। তবে প্রতিরোধ গড়ে সাত উইকেট হারিয়ে জিতে যায় জিম্বাবুয়ে।

দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় জিম্বাবুয়ে। আগামী সোমবার চট্টগ্রামে দুই দল দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

The post চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে appeared first on Bangladesher Khela.