
বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাবেক এমপিকে আদালতে তোলা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মনিরুজ্জামান। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা দরজা-জানালাসহ ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় ২৬ আগস্ট সদর থানায় একটি মামলা করা হয়। মামলায় শাহ সারোয়ার কবিরসহ ১১৪ জনের নাম উল্লেখ এবং ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই।
উল্লেখ, শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন।