
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ থানাধীন কেদারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খলিফা বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীর সংযোগ খাল থেকে অর্ধগলিত নারীর মৃতদেহ উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সকাল ০৮:৩০ ঘটিকায় পুরাতন লোহার ব্রীজের খুটির সাথে আটকে থাকা অবস্থায় একটি অজ্ঞাতনামা নারীর (বয়স আনুমানিক ৩০ বছর) এর মৃত দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ টি সনাক্ত করা সম্ভব না হওয়ায় স্থানীয় ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান সেলিম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন। বাবুগঞ্জ থানার মামলা নং- ৫। বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম মৃতদেহটি সনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছেন।
The post বাবুগঞ্জে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.