দেশের ছয় জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রায় বৃষ্টিহীন সারা দেশ। তীব্র গরমে অতিষ্ঠ নাগরিক জীবন। বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। এরকম আবহাওয়া আরো দুই দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে। রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে সারাদেশ। গত কয়েক দিন ধরেই বাড়ছে গরম। হাসফাঁস এই গরমে অতিষ্ঠ নগরবাসী। কাঠফাটা রোদ আর বৃষ্টির অভাবে জনজীবন বিপার্যস্ত। তীব্র গরম থেকে বাঁচতে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন অনেকেই।
দাবদাহে বেশি অসহায় খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে মাথার ঘাম পায়ে ফেলে ছুটছেন অনেকেই। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বিভিন্ন জায়গায় তাপদহের কারণে বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
The post ছয় জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ appeared first on Ctg Times.