এস,এস,সি ৯১ ব্যাচ, চট্টগ্রাম বিভাগের জমকালো মিলনমেলা চট্টগ্রাম নগরীস্থ, জি,ই,সি কনভেনশন হলে (দিনব্যাপী) সকাল ৯-৩০ মিনিটে সংগঠনের সভাপতি মুহাম্মদ আওলাদ ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরান তেলোয়াত,গীতাপাঠ,ত্রি- পিটক পাঠ করা হয়। এর পর জাতীয় সংগীত পরিবেশনা এবং সতীর্থ মৃত্যুবরণকারীদের আত্নার মাগফেরাত কামনায় এক নিরবতা পালন করা হয়।
এই অনুষ্ঠানে বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এডমিন ও প্রধান সমন্বয়ক মোঃ আনিছুল হক চৌধুরী, যুগ্ন আহবায়ক যথাক্রমে জিয়াউল আলীম মামুন, লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম, নুর উদ্দিন জাহিদ,ফারজানা জাহান,প্রধান উপদেষ্টা রাজীব সাহা,আলহাজ্ব এজাজ আহমেদ চৌধুরী আরজু, এস,এম,আহসানুল কবির চৌধুরী (টিটু) ।
এ সময় উপস্থিত ছিলেন এডমিন প্যানেল সদস্য যথাক্রমে – শরীফ বিল্লাহ,মোঃ আবদুল আলীম, নাজনীন সুলতানা, জসিম উদ্দিন, স্বপ্না নাহিদ, নজরুল ইসলাম, মোঃ নাহিদ,এড,তছলিম উদ্দিন,ওসমান গণি,নুরুত্তম সাহা,তৈয়ব তাহের,আইরিন মনীষা,মঈন উদ্দিন,সুপ্তি মনি বড়ুয়া,জসিম উদ্দিন,সৈয়দ মীর,জাহাঙ্গীর আলম,হাছান চৌধুরী, আলকিমা পারভীন, তন্দ্রা চৌধুরী, মুন আলমগীর, ইশরাত চৌধুরী, মোরশেদ আলম,আলী আহমেদ জামিল,জাহেদ হোসেন,মঈন উদ্দিন মানিক,ফাহমিদা শাওন,চঞ্চল কুমার বনিক,আনোয়ারা খানম,বিবি হাফছা সীমা,মাহবুবুল আলম, আবদুল মাজেদ চৌধুরী, সমীর দাশ,প্রমূখ।
এই মিলন মেলায় চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের অধিকাংশ জেলার ৯১ ব্যাচের বন্ধু, এবং সারাবেলা ৯১, সাদামন ৯১, শিকড় ৯১ সহ বিভিন্ন গ্রুপের প্রায় ১৬০০ বন্ধুরা অংশগ্রহণ করে। এই মিলনমেলায় বন্ধুরা স্মৃতির অবগাহন,আড্ডা,কথায় পুরো মিলনমেলা যেন বর্ণিল সাজে রুপ নেয়। এই মিলনমেলায় কবিতা, নাটক,ফ্যাশন শো,নৃত্য, উপজাতীয় নৃত্য চট্টগ্রাম ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা সবার দৃষ্টি কাড়ে। মিলনমেলায় আগত বন্ধুরা এই আয়োজনে স্মৃতি কাতর হয়ে পড়ে।
এমন ও দেখা যায় এই মিলনমেলায় ৬ বৎসর পর ভাই বোনের দেখা হয়। এই অনুষ্ঠানের সভাপতি মোঃ আওলাদ ফয়সাল তাঁর সমাপনী বক্তব্যে বলেন সব বন্ধুরা আজ যে ভাবে এগিয়ে এসে অনুষ্ঠান কে সার্থক করে তুলেছে তাঁর জন্য কৃতজ্ঞ। তিনি ৯১ ব্যাচ এস,এস,সির বন্ধুদের ভবিষ্যতে সব অনুষ্ঠানে আরো সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। পরিশেষে সব বন্ধুরা একটাই স্লোগান দেন – বন্ধুত্বের বন্ধনে এগিয়ে যাক ৯১ ব্যাচ এস,এস,সি।
The post এস,এস,সি ৯১ ব্যাচ, চট্টগ্রাম বিভাগের জমকালো মিলনমেলা অনুষ্ঠিত appeared first on Ctg Times.