
কোপা দেল রের ফাইনালের রেফারি পরিবর্তনের দাবি করে রিয়াল মাদ্রিদ। এটাকে কেন্দ্র করে ফাইনালের আগের দিনের সব আনুষ্ঠানিককতা বর্জনে করে লস ব্লাঙ্কোরা। এমন পরিস্থিতিতে উত্তাল ছিল স্প্যানিশ ফুটবল। ফাইনালের আগের দিনে এমন কর্মকাণ্ডের জন্য রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কড়া সমালোচনা করেছে লা লিগা সভাপতি ও আরএফইএফ সহ-সভাপতি হ্যাভিয়ের তেবাস।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে… বিস্তারিত