
হাতে রক্তমাখা কুঠার আর ঠোঁটে এক চিলতে ক্রূর হাসি, একেবারে চমকে দিয়ে এই লুকেই হাজির হলেন শরিফুল রাজ।
সঞ্জয় সমাদ্দার নির্মা করছেন সিনেমা ‘ইনসাফ’। ২৫ এপ্রিল নির্মাতা এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, “ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!”
আর সেই পোস্টারেই দেখা মিললো এক অচেনা রাজের। ভয়ঙ্কর হাসি… বিস্তারিত