
লিওনেল মেসি আর বার্সেলোনা, এ যেন এক হৃদয়ের বন্ধন, যা তৈরি হয়েছিল শৈশবের স্বপ্ন থেকে। ন্যু ক্যাম্প ছিল তার রাজ্য, আর বল ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব থেকে বিনা ট্রান্সফার ফিতে ন্যু ক্যাম্পে যোগ দেন মেসি। ২০০০ সাল থেকে বার্সা বয়সভিত্তিক হয়ে ক্যারিয়ার শুরু করেন। ধীরে ধীরে বার্সার অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, বার্সা সি দল এবং বার্সা বি দলের হয়ে… বিস্তারিত