ঝালকাঠি প্রতিনিধিঃ

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
শনিবার ২৬ এপ্রিল সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
আমার দেশ কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ শফিউল আজম টুটুল, কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, এনএনসির সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ, এনসিপি উপজেলা সংগঠক মোঃ শান্ত, আমার দেশ রাজাপুর প্রতিনিধি মোঃ বুলবুল আহমেদ প্রমুখ।
The post আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.