
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন পাঁচ শতাধিক। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর বিস্ফোরণে বন্দরটি কেঁপে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন এবং গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে চারজনের মৃত্যুর তথ্য দিয়েছে রয়টার্স। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি দুর্ঘটনার কারণ হিসেবে বন্দরের রাসায়নিকের কন্টেইনারগুলোর নিম্নমানের মজুদ ব্যবস্থাকে দায়ী করছেন।
তিনি বলেন, ‘কন্টেইনারের ভেতরের রাসায়নিকই বিস্ফোরণের কারণ। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ডিরেক্টর জেনারেল বন্দরটিতে গিয়ে সতর্কতা দিয়ে এসেছিলেন। সম্ভাব্য বিপদের কথাও তিনি তুলে ধরেছিলেন।’
স্থানীয় একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, বন্দরে থাকা বেশ কয়েকটি কন্টেইনারে বিস্ফোরণ হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠাচ্ছেন।
বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন স্থানীয় কর্তৃপক্ষ। বিস্ফোরণ এলাকা থেকে ট্রাকগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিপজ্জনক পণ্য ও রাসায়নিকও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিস্ফোরণের শব্দে কয়েক কিলোমিটার দূরের জানালাও ভেঙে গেছে। ফার্স নিউজ জানিয়েছে, বন্দর আব্বাস থেকে ২৬ কিলোমিটার দক্ষিণের কেশম দ্বীপ থেকেও শব্দ শোনা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ হয়ে থাকে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বন্দর আব্বাসের উপকণ্ঠে অবস্থিত শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি ইরানের অন্যতম প্রধান কনটেইনার শিপমেন্ট সুবিধা, যেখানে প্রতিবছর প্রায় ৮ কোটি টন (৭২.৫ মিলিয়ন মেট্রিক টন) পণ্য সামগ্রী পরিচালিত হয়।
সূত্র: খবর তেহরান টাইমস
খুলনা গেজেট/এএজে
The post ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে ৫৬১, জরুরি অবস্থা জারি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.