অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের নতুন, টেকসই ও প্রকৃতিনির্ভর (ইকোসেন্ট্রিক) বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, আমাদের সবাইকে ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, কম দূষণ করতে হবে, পুনঃব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা বাড়াতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পদ বণ্টন নিশ্চিত করতে হবে।
আজ পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ইংরেজি মাধ্যমের ও লেভেল, এ লেভেল শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত দ্য ডেইলি স্টার-এইচএসবিসি ২৪তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রেন ড্রেইন বন্ধের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অনেকে বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে দেশকে সেই অর্জিত জ্ঞান ফেরত দেওয়ার মানসিকতা থাকতে হবে। দেশের টেকসই উন্নয়নে নিজেকে কাজে লাগাতে হবে। উন্নয়ন শুধু বাড়ি বা গাড়ি কেনা নয়, প্রকৃতি-ভিত্তিক সচেতন জীবন গঠনের নাম।
আজ ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৭৬ জন বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা পান এবং ৬ জন সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন।
ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় এইচএসবিসি ও দ্য ডেইলি স্টার-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অনুষ্ঠানে যোগ দেন।
এবারের আয়োজনে ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৭৬ জন বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা পান এবং ৬ জন সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন।
সূত্র: বাসস
The post শিক্ষার্থীদের প্রকৃতিনির্ভর বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান appeared first on সোনালী সংবাদ.