জাতীয় গ্রীড বিপর্যয় হওয়ার কারণে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ওজোপাডিকো) আওতাধীন দক্ষিণাঞ্চলের মানুষ বিদ্যুৎহীন রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৫০ মিনিটে জাতীয় গ্রীড বিপর্যয়ের কারণে দক্ষিণাঞ্চলের ১৫ জেলার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ায় দূর্ভোগে পড়ে এই অঞ্চলের মানুষ।
ওজোপাডিকো সূত্রে জানা যায়, জাতীয় গ্রীড বিপর্যয়ের কারণে বিকাল ৫ টা ৫০ মিনিটে ১৫ জেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সন্ধ্যা ৭ পর থেকে বিভিন্ন স্থানে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে বিদ্যুৎ না থাকায় খুলনা, বরিশাল বিভাগসহ পদ্মার এপারের ১৫ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
খুলনা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, যশোরসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ফলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা দক্ষিণাঞ্চল। অনেক স্থানে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। আবার কিছু কিছু স্থানে বিদ্যুৎ এসেছে।
বিস্তারিত আসছে …।
খুলনা গেজেট/এমএম
The post খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.