
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচের সড়ক ও ফুটপাত সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের আওতাধীন। চার লেনের এই সড়ক দখল করে গড়ে উঠেছে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজার। সড়কের পাশের ফুটপাতও দখল করে নেন হকাররা। সড়কের পাশে যতটুকু খালি জায়গা আছে, সেখানে বসে অস্থায়ী দোকানপাট। এতে দীর্ঘদিন ধরে ভুগতে হচ্ছে ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের।
এ সমস্যা সমাধানে নেই কোনও উদ্যোগ। উল্টো এই সড়ক ও ফুটপাত ইজারা… বিস্তারিত