
দেশের ক্রীড়াঙ্গনে প্রয়োজনীয় সংস্কার আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই গঠিত হয়েছিল সার্চ কমিটি। প্রাথমিক নির্দেশনায় এই কমিটিকে ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সার্চ কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী,আগামী ১০ মে পর্যন্ত সময় পেয়েছে কমিটি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাবিরুল ইসলাম খান স্বাক্ষরিত এক চিঠিতে আজ এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কমিটির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।
৫২টি ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের জন্য অ্যাডহক কমিটি গঠনের দায়িত্ব ছিল এই সার্চ কমিটির ওপর। এ পর্যন্ত ৩১টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা সম্ভব হয়েছে। বাকি ফেডারেশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে আগেই জানিয়েছিল সার্চ কমিটি।
গত ২১ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে চিঠি দিয়ে ২০ এপ্রিলের মধ্যে সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটির প্রস্তাব জমা দিতে বলেছিল। এর প্রতিক্রিয়ায় পাল্টা চিঠিতে সময় বাড়ানোর প্রস্তাব দেয় সার্চ কমিটি। ২০ এপ্রিলের প্রাথমিক সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ব্যাডমিন্টন ও তায়াকোয়ান্দোর মতো কিছু ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছে তারা,যা নির্দেশ করে কাজ তখনও চলমান ছিল।
নির্ধারিত সময়ের মধ্যে সকল ফেডারেশনের কমিটি গঠনের প্রস্তাব প্রস্তুত করতে না পারার কারণেই মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত সময় চেয়েছিল সার্চ কমিটি। এখন ১০ মে পর্যন্ত বর্ধিত সময়ে বাকি কাজ সম্পন্ন করার সুযোগ পাচ্ছে তারা।
The post ক্রীড়াঙ্গন সংস্কারে বাড়তি সময় পেল সার্চ কমিটি appeared first on Bangladesher Khela.