
শনিবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন চাকলাহাট ইউনিয়নে ২১ নারীর হাতে ৪২টি ও হাড়িভাসা ইউনিয়নে ৩৪ জন নারীর হাতে ৬৮টি, হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনে ২১ জান নারীর হাতে ৪২টি এবং গত শুক্রবার বিকেলে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনে ২১ জন নারীর হাতে ৪২টি ছাগল বিতরণ ও হস্তান্তর করা হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) মোস্তফা কামাল ভুঞা। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কোর কম্প্রেহেনসিভ প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান, হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, রংপুর বিভাগীয় ফেডারেশনের সভাপতি সোলায়মান আলী, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলাম, হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলী, মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম, ঝলই শালশিরি সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেন প্রমূখ।