সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রশাসনের
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বুক ফুলিয়ে দিনে ও রাতে সমান তালে ফসলি জমি ও পুকুরের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে মাটি খেকোরা।
কোন প্রকার অনুমতি ছাড়াই তিন ফসলি জমিতে পুকুর খনন, পুরাতন পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ প্রশাসনকে জানালেও কোনো ফল পাচ্ছে না বলে অভিযোগ উপজেলাবাসীর।
মাটি পরিবহনে অবৈধ ট্রাক্টর চলাচলে মাটি পড়ে নষ্ট হচ্ছে রাস্তা, রাতে গাড়ির শব্দে নির্ঘুম রাত কাটছে অনেক পরিবারের এবং রাস্তায় পড়া মাটিতে তৈরি ধুলা, ও কাঁদায় জনসাধারণের সমস্যা সৃষ্টি হচ্ছে।
উপজেলা প্রশাসন মাঝে মাঝে মোবাইলকোর্টের মাধ্যমে অর্থদণ্ড করে খনন কাজ বন্ধ করে দিলেও রহস্যজনক ভাবে ২-১ দিন পর থেকেই সেই জায়গাগুলোতে আবারো খনন কাজ শুরু হয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, দিনের চেয়ে রাতেই মাটি খেকোরা ফসলি জমি, পকুরের কাদামাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। জানা গেছে, আমন ধান কাটা মাড়াইয়ের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কৌশলে শুরু হয়েছে পুকুর সংস্কার, ফসলি জমি উচু-নিচু সমান করা ও তিন ফসলি জমিতে পুকুর খননের নামে মাটির বিক্রির চলছে মহোৎসব।
এসব মাটি স্থানীয়দের কাছে বিক্রির পাশাপাশি বেশিরভাগই মাটি যাচ্ছে ইটভাটায়। মাটি খেকোদের দৌরাত্ম্য শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কোনো মৌসুমেই থেমে নেই মাটিকাটা। মাটি খেকোরা বিভিন্ন কৌশলে উপজেলার বিভিন্ন খাল, পুকুরসহ ফসলি জমির উর্বর মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে।
এতেই ক্ষান্ত নন তারা। কোথাও কোথাও থেকে পুকুর গভীর করে মাটি ওঠানোর পর তারা নীচ থেকে বালুও উত্তোলন করছেন। এসব মাটি পরিবহনের কারণে ট্রাক্টর থেকে মাটি পাকা সড়কে পড়ে গিয়ে রাতের কুয়াশায় বা সামান্য পানিতে পিচ্ছিল হচ্ছে সড়ক।
এ কারণে দুর্ঘটনার কবলে পড়ছেন মোটরসাইকেল আরোহীসহ পথচারীরা। আবার গ্রামীণ সড়কগুলোও নষ্ট হচ্ছে।
কয়েকদিন সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামে ঐতিহাসিক পাহাড়পুর যাওয়ার রাস্তার পাশেই দিনের বেলায় এবং বদলগাছী সদর ইউনিয়নের আখিট্রি, আধাইপুর ইউনিয়নের আাধাইপুর প্রেমতলী ও ইন্দ্রশকনা, কোলা ইউনিয়নের সুতাহাটি, খামারআক্কেলপুর, মথরাপুর ইউনিয়নের থুপশহর, ভয়ালপুর ও জালালপুরে রাতের বেলায় অবৈধ এক্সেভেটর মিশন দিয়ে মাটি কেটে আশেপাশের ইটভাটায় বিক্রি করছে।
উপজেলার কোমারপুর গ্রামের মানিক ক্ষোভের সাথে বলেন, আমার গ্রামে ইদের ছুটির মধ্যে রাতের বেলায় পুকুর থেকে ট্রাক্টর দিয়ে মাটি ইট ভাটায় বিক্রি হচ্ছিল।
রাতের বেলা ট্রাক্টর চলাচলের শব্দে ঘুম হচ্ছিলো না এবং রাস্তায় মাটি কাঁদা হওয়ায় জনসাধারণ চলাচল করতে পারছিলো না। বেশ কয়েকটি মোটরসাইকেল পড়ে গিয়েছিলো।
দুলাল নামের একজন ব্যক্তি জানান, গত মাসে কোলা-পুখুরিয়া রাস্তার পাশে তিন ফসলি জমিতে পুকুর খনন করে ইট ভাটায় মাটি বিক্রি করে। মাটি নিয়ে যাবার সময় রাস্তার ওপর মাটি পড়ে ধুলা ও কাদায় এলাকার লোকের সমস্যা সৃষ্টি হলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালেও কোন ব্যবস্থা নননি।
ইন্দ্রশকনা গ্রামের তারিকুল ও বাবলু বলেন, ইন্দ্রশুকনা গ্রামে পকুর সংস্কারের কাদামাটি রাস্তায় ফেলে জনদুর্ভোগ তৈরি করে বিষয়টি প্রশাসনকে জানালেও বন্ধ হয়নি। ইন্দ্রশুকনা ছাড়াও এখনও খামারআক্কেলপুর, সুতাহাটিতে রাতের বেলায় মাটি কাটছে। এদিকে পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রধান সড়কে মাটি ফেলে দুর্ভোগের কথা জানান কয়েকজন নিরাপত্তাকর্মী।
তারা বলেন, পাশেই পুরাতন পুকুর থেকে মাটি ইটভাটায় নিয়ে বিক্রি করে। ইটভাটায় মাটি নিয়ে যাবার সময় রাস্তয় কাদামাটি পড়ে রাস্তার বেহাল অবস্থা। বেশ কয়েকজন রাস্তায় সৃষ্ট কাদায় পড়েও গেছে আর ধুলোতে চুল সাদা হয়ে নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে পাহাড়পুরে আসা জনসাধারণকে।
অনুমতি ছাড়া পুকুর খনন ও মাটি ইটভাটায় বিক্রি এবং জনদুর্ভোগের ব্যাপারে উপজেলা সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন বলেন, গতকাল যদি হয়, আমাকে জানান ব্যবস্থা নিচ্ছি।
পুকুরের মাটি ইটভাটায় বিক্রি ও জনদুর্ভোগের ব্যাপারে জানালে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, কোথায় হচ্ছে জানান আমি দেখছি।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, মাটি কাটা বন্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ডকে) ফোন দিবেন। সব জায়গাতে মাটি কাটা হচ্ছে।
রাতে এসিল্যান্ড, ইউএনওকে ফোন না দিয়ে রাতে কাটলে থানার ওসিকে ফোন দিবেন। তিনি এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
The post বদলগাছীতে নতুন কায়দায় চলছে মাটি কাটার মহোৎসব appeared first on সোনালী সংবাদ.