তীব্র তাপদাহে জনজীবনে একটু শীতল পরশ দিতে সামাজিক সংগঠন ইদ্দিখার ফাউন্ডেশনের উদ্যোগে দিনমজুরদের মাঝে পানি ও তরমুজ বিতরন করে সংগঠনটির সেচ্ছাসেবীরা। শনিবার খুলনা নগরীর শিববাড়ী মোড় ও ৭ নাম্বার ঘাট এলাকায় শ্রমজীবী মানুষদের মাঝে এ পানি ও তরমুজ বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব মেনন মুশফিক, রায়েরমহল কলেজের শিক্ষার্থী পারভেজ হাওলাদার, সংগঠনের সেচ্ছাসেবী টিম লিডার মোঃমিলন, ইমাম হোসেন, নুর মোহাম্মদ সহ মোঃ জসিম।

৭ নাম্বার ঘাটের শ্রমিকদের গ্রুপ লিডার আঃ রহিম বলেন, তীব্র রোদে এমন কাজ খুবই ভালো আমরা বোতল পানি সব সময় কিনে খেতে পারিনা এই পানি ও তরমুজ তারা দিয়েছে অনেক ভালো কাজ করেছে তারা সকল শ্রমিকরা খুশি দেশের মানবিক ও সামাজিক মানুষ এভাবে এগিয়ে আসলে আমাদের মত সাধারণ মানুষেরা উপকৃত হবে।

শিববাড়ী পথচারী হেমায়েত বলেন, আমি হেটে যাচ্ছিলাম কয়েকজন যুবক ডেকে বললো পানি নিয়ে যান। আমি এগিয়ে দেখি বোতলজাত পানি ও তরমুজ তারা দিচ্ছে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে। আমি একটি পানি নিলাম। যুবক ও সামাজিক সংগঠন গুলো এইভাবে মানবিক কাজ করলে আমাদের দেশে সবার মাঝে মানবিকতা আর সহমর্মিতা বৃদ্ধি হবে।

The post তীব্র তাপদাহে নগরীর শ্রমজীবি মানুষের পাশে ইদ্দিখার ফাউন্ডেশন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.