
রাজধানীর কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে হাইকোর্টের রায় থাকায় নির্মাণাধীন ভবনটি ভাঙতে পারেনি রাজউক।
শনিবার (২৬ এপ্রিল) রাজউকের জোন-৫ এর সাব জোন ৫/২ এ রাজউকের কলাবাগান এলাকায় ডেভেলপার কোম্পানির একটি নির্মাণাধীন ভবন ইমারত রাজউকের নিয়ম অমান্য করায় ভাঙতে যায় রাজউক। এসময় ডেভেলপার হাইকোর্টের রিটের রায়ের কপি রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা টিমকে দেখালে পরে বাধে বিপত্তি।
রাজউক জোন ৫/২… বিস্তারিত