পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, রাজশাহীর চারঘাট, বাঘা এবং নাটোরের মধ্য দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রোতা বড়াল নদী মরা খালে পরিণত হয়েছে। দখল-দূষণে এখন মৃত নদীটি।
একসময় প্রবাহিত নদীকে ঘিরেই তিন জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল হাটবাজার ও ব্যবসাকেন্দ্র। নদীটিকে কেন্দ্র করেই বহু মানুষ জীবন-জীবিকার পথ খুঁজে পেয়েছিলেন। নদীর পানি দিয়েই কৃষকরা দুই পাড়ের শত শত হেক্টর জমিতে ধান, গম, পাট, আখসহ নানান ফসল… বিস্তারিত