বয়স ৩৭ বছর হয়ে গেছে নোভাক জোকোভিচের। বেশি দিন যে খেলবেন না সেটার আগাম ইঙ্গিতই দিয়ে দিলেন তিনি। মাদ্রিদ ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিধ্বস্ত হওয়ার পর জানিয়েছেন, হয়তো এটাই ছিল মাদ্রিদ ওপেনে তার শেষ অংশগ্রহণ!
তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ শনিবার ইতালির মাত্তেও আরনালদির কাছে পরাজিত হয়েছেন। চতুর্থ বাছাইয়ের কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরেছেন তিনি। তার পরেই জানান, এই টুর্নামেন্টে আর ফিরবেন কিনা সেটা নিশ্চিত নন… বিস্তারিত