নবীজি (সা.) যখন বললেন ‘তুমি কী প্রস্তুতি নিয়েছ?’ লোকটি মাথা নিচু করে ফেলল। তারপর বলল, ‘আল্লাহর রাসুল, রোজা, নামাজ ও সদাকার মতো বড় কোনো প্রস্তুতি তো নিতে পারিনি। কিন্তু আমি আল্লাহ ও তার রাসুল(সা.)কে ভালোবাসি।’ নবীজি (সা.) বললেন, ‘যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গেই থাকবে।’