
টেকনোলজি আর ফ্যাশন এবার একসূত্রে গাঁথা হলো বিল গেটস ও মেলিন্ডা গেটসের কন্যা ফিবি গেটসের নতুন উদ্যোগে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক রুমমেট ও জলবায়ু অধিকারকর্মী সোফিয়া কিয়ানির সঙ্গে হাত মিলিয়ে ফিবি সম্প্রতি লঞ্চ করেছেন ‘ফিয়া’। এটি একটি এআই-চালিত শপিং অ্যাপ, যা ফ্যাশনপ্রেমীদের অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতায় আনবে যুগান্তকারী পরিবর্তন।