তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে চলমান নাটক যেন থামতেই না। কত হইচই করে, কায়দাকানুন করে তার নিষেধাজ্ঞা পেছানো হয়েছিল। অথচ আবাহনী লিমিটেডের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আবারও নিষেধাজ্ঞা পেলেন হৃদয়। একের পর এক অনাকাঙ্ক্ষিত কর্মকান্ডের ফলে এবার ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন মোহামেডান অধিনায়ক।
শনিবার (২৬ এপ্রিল) ডিপিএলে সর্বশেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের আউটের পর আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। সেখানে কোড অব কনডাক্টের ২.৮ ধারায় লেভেল ওয়ান পর্যায়ের নীতি লঙ্ঘন করেন তিনি। যার ফলে তাকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল হৃদয়ের নামের পাশে। এখন মোট ডিমেরিট পয়েন্ট হয়েছে ৮।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ৮ ডিমেরিট পয়েন্ট মানে হচ্ছে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। ফলে বিসিবি আয়োজিত সাদা বলের টুর্নামেন্টের পরবর্তী ৪ ম্যাচে নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ডিপিএলে এবারের আসরে মোহামেডানের সর্বশেষ ম্যাচ আবাহনীর বিপক্ষে ‘অলিখিত ফাইনাল’, সেখানে খেলা হচ্ছে না তার। এ ব্যাপারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বরাবর চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে সিসিডিএম। হৃদয়ের শাস্তি এখন থেকেই কার্যকর করা হবে বলে জানানো হয়েছে চিঠিতে।
এর আগে গত ১২ এপ্রিল আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে এবং উত্তপ্ত কথা বলার দায়ে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পান হৃদয়। পরে হৃদয়ের শাস্তি কমাতে টুর্নামেন্টের মাঝেই নিয়মে পরিবর্তন আনে বিসিবি। শাস্তি কমিয়ে দেওয়া হয় ১ ম্যাচ নিষেধাজ্ঞা। এরপর সেই শাস্তি ভোগ করে ডিপিএলে দুটি ম্যাচ খেলে ফেলেন হৃদয়। পরবর্তীতে আবারও নিয়ম আগের জায়গায় ফিরিয়ে হৃদয়ের ১ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
এরপর বোর্ডে গিয়ে ক্রিকেটারদের দাবির মুখে হৃদয়ের ১ ম্যাচের নিষেধাজ্ঞা পরের আসরের ডিপিএলের প্রথম ম্যাচে কার্যকর করার কথা জানায় বিসিবি। এখন এসবের সাথে বাড়তি ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন হৃদয়। ডিপিএলে এই আসরের শেষ ম্যাচে নিষিদ্ধ থেকে ভোগ করবেন ১ ম্যাচের শাস্তি। বাকি ৩ ম্যাচের শাস্তি ভোগ করতে হবে ভবিষ্যতে।
The post এবার ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, মিস করবেন ফাইনাল appeared first on Bangladesher Khela.