দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দাস (৭৫) মারা গেছেন। তার বাড়ি উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজীপাড়া গ্রামে।

রোববার বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। মৃতের পারিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দাস। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধার নিজ বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে সনাতনধর্মী রীতি অনুসারে তাঁর শেষকৃত্য গুনাজিপাড়া শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা  সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, ডিএসবি সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

The post দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দাস রাষ্ট্রীয় মর্যাদা শেষে শেষকৃত্য সম্পন্ন appeared first on সোনালী সংবাদ.